Breaking News
Home / খেলাধুলা / খেলার মাঠেই বিয়ের প্রস্তাব

খেলার মাঠেই বিয়ের প্রস্তাব

স্পোর্টস ডেস্ক: গত শনিবার প্রমিলা বিগ ব্যাশ টুর্নামেন্টের এক ম্যাচে মুখোমুখি হয়েছিলো অ্যাডিলেট স্ট্রাইকার্স এবং মেলবোর্ন রেনেগেডস। ম্যাচে জয় পায় আমান্ডা জেড ওয়েলিংটনের স্ট্রাইকার্স। ম্যাচ শেষে ২২ বছর বয়সী ওয়েলিংটনকে মাঠে প্রবেশ করে হাটু গেড়ে আংটি হাতে রোমান্টিক ভঙ্গিমায় বিয়ের প্রস্তাব দেন তার বয়ফ্রেন্ড টেইলর ম্যাকেন।

অ্যাডিলেট স্ট্রাইকার্স তাদের অফিশিয়াল পেজে ঘটনার ভিডিওটি প্রকাশ করে। ঘটনাটি নিয়ে ওয়েলিংটন বলেন, ‘আমি জয়ের খুশিতে সতীর্থদের সাথে ছবি তুলছিলাম, সেই সময়ে আমি তাকে (টেইলর) মাঠের ভেতরে প্রবেশ করতে দেখি। আমি সাথে সাথে তাকে ফিরে যেতে বলি কিন্তু সে কোন কিছুর তোয়াক্কা না করে এমন পাগলামি করে বসে। আমি তার প্রস্তাবে হ্যাঁসূচক সাড়া দিয়েছি। আমি সত্যিই আনন্দিত। আমার নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে কারণ আমি এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেতে চলেছি সে সর্বদা আমার পাশে থাকবে।’

অস্ট্রেলিয়ার হয়ে মোট ৮টি টি-টোয়েন্টি, ১২টি ওয়ানডে এবং ১টি টেস্ট খেলেছেন এই লেগস্পিনার।

সংশ্লিষ্ট বিষয়

Check Also

যে অভিজ্ঞতা কখনো হয়নি জিদানের

নিউজ ডেস্ক : খেলোয়াড়ি জীবনে তার সাফল্যের গল্পটা বেশ লম্বা। যে সাফল্য ধরে রেখেছিলেন কোচিং ক্যারিয়ারেও। …

%d bloggers like this: