Home / বিনোদন / বলিউড / ক্যারিয়ারের ২০ বছরে তিন খানকে নিয়ে যা বললেন রানি মুখার্জি

ক্যারিয়ারের ২০ বছরে তিন খানকে নিয়ে যা বললেন রানি মুখার্জি

বিনোদন ডেস্ক: রানি মুখার্জি। দেখতে দেখতে বলিউডে কাটিয়ে ফেললেন ২০টি বছর।

১৯৯৭ সালে অভিষেক করেছিলেন। তারপর ব্ল্যাক, মর্দানি, সাথিয়া, হম তুম সহ অনেক সুপার ডুপার হিট ছবিতে অভিনয় করেছেন। ঝুলিতে সাত সাতটি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের পাশাপাশি রয়েছে আরও অনেক খেতাব। তবে মজার বিষয়, অভিনয়ে ক্যারিয়ার গড়তেই চাননি রানি। অথচ সাফল্যের সঙ্গে কাটিয়ে দিলেন দুই দশক। কীভাবে সম্ভব হল, সেসব নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। সামনে এনেছেন সাফল্যের রহস্য।

রানি জানিয়েছেন, অভিনেত্রী হওয়ার ইচ্ছে তাঁর ছিল না। অথচ হয়েছেন।

এখনকার সিনেমার ধারা নিয়ে উচ্ছ্বসিত রানি। এখন সিনেমা খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি। তাঁর কথায়, “মাত্র কয়েক দশকে সিনেমায় আমূল পরিবর্তন এসেছে। নতুন ধারার পরিচালক এসেছে। তাদের সঙ্গে কাজ করছে নতুন যুগের সব টেকনিশিয়ান। সবমিলিয়ে খুব উন্নত মানের কাজ হচ্ছে। যা সিনেমার স্বাস্থ্যের পক্ষে ভালো। দেখতে দেখতে ২০ বছর বলিউড ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিলেন রানি।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: