দেশজুড়ে ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কোমরের বেল্ট থেকে ২৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। একই যাত্রীর মানিব্যাগের ভেতর থেকে আরও ১৭০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। স্বর্ণ চোরাচালানের অভিযোগে রহমত উল্লাহ নামের ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। ওই যাত্রী দুবাই থেকে একটি ফ্লাইটে (এফজেড-৫৮৩) ঢাকায় আসেন।
তিনি আরও জানান, ওই যাত্রী স্বর্ণ গলিয়ে বিশেষভাবে পাত তৈরি করে বেল্টের ভেতরে লুকিয়ে রেখেছিলেন। কোনো প্রকার ব্যাগেজ ঘোষণা না দিয়ে দ্রুত গ্রিন চ্যানেল ত্যাগ করার সময় তাকে তল্লাশি করে আটক করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ২০ লাখ ১০ হাজার টাকা। যাত্রী রহমত উল্লাহ’র বিরুদ্ধে শুল্ক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।