নিউজ ডেস্ক: ভারতে ২৪ ঘণ্টার ব্যবধানে আরও ৬ হাজার ৮৮ জনের দেহে নতুন করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
দেশটিতে এর আগে একদিনে এত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি।
বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত আরও ১৪৮ জনের মৃত্যুর খবরও নিশ্চিত করেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ এ মোট মৃত্যু তিন হাজার ৫৮৩তে দাঁড়িয়েছে বলে সরকারি হিসাবের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
শুক্রবার সকাল পর্যন্ত ভারতে নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ১৮ হাজার ছাড়িয়ে গেছে বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্যে দেখা যাচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে ৪৮ হাজার ৫৩৪ জন এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের হিসাবে আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার বেড়ে ৪০ দশমিক ৯৭ শতাংশে দাঁড়িয়েছে বলেও জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালেও এ হার ছিল ৪০ দশমিক ৩১ শতাংশ।
সংক্রমণ মোকাবেলায় দেয়া বিধিনিষেধ শিথিল করার পর থেকে দেশটিতে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গেছে। ভারতে সংক্রমণের অন্যতম এ ‘হটস্পটে’ মৃতের সংখ্যাও প্রায় এক হাজার ৫০০র কাছাকাছি পৌঁছে গেছে।
আক্রান্তদের চিকিৎসায় বেসরকারি হাসপাতালগুলোর ৮০ শতাংশ শয্যার নিয়ন্ত্রণ নেয়ার কথা জানিয়েছে রাজ্যটির সরকার। বেসরকারি হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার খরচ বেঁধে দেয়ার কথাও বলেছে তারা।