নিউজ ডেস্ক: সশস্ত্রবাহিনীর সাবেক-বর্তমান সদস্য, বেসামরিক সদস্য এবং তাদের পরিবারের সদস্য মিলিয়ে এ পর্যন্ত মোট ৩৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, যে ছয়জনের মৃত্যু হয়েছে, তাদের দুইজন কর্মরত সেনাসদস্য এবং বাকি চারজন সত্তরোর্ধ্ব অবসরপ্রাপ্ত সদস্য। তাদের প্রত্যেকেই ‘অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক জটিলতায়’ ভুগছিলেন।
এ পর্যন্ত ৮৮ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি থাকা অন্যরাও ‘সুস্থ’ রয়েছেন।
“বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার সাথে সাথেই করোনা আক্রান্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের চিকিৎসার ব্যবস্থার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ প্রেক্ষিতে ঢাকা সিএমএইচসহ সকল সেনানিবাসের সিএমএইচসমূহে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।”