বিনোদন ডেস্ক: সুন্দরী পুলিশ অফিসারের হাতে গ্রেফতার হতেও রাজি অসংখ্য মানুষ। ভারতের পঞ্জাব পুলিশে এমন সুন্দরী অফিসার আদৌ রয়েছেন কিনা তার খোঁজ না নিয়েই ভিড় লেগে গিয়েছে গ্রেফতার হওয়ার।
অন্তত সোশ্যাল মিডিয়ায় তাঁর নিজের থেকে বিনা অপরাধে ধরা বন্দি হতে ইচ্ছা প্রকাশ করেছেন। দেখুন কেমন কেমন প্রতিক্রিয়া জমছে স্টেশন হাইজ অফিসার হারলিম মানকে ঘিরে।
এবার আসল কথাটা জানা যাক। না, ইনি আদৌ কোনও পুলিশ অফিসার নন। ইনি অভিনেত্রী কাইনাত অরোরা। আদতে বলিউডের অভিনেত্রী হলেও এখন অভিনয় করছেন পঞ্জাবে। বলিউডে সেভাবে সাফল্য পাননি অভিনেত্রী কাইনাত অরোরা।
শেষে নিজেকে বাঁচাতে কইনত অরোরা নিজের ইন্সটাগ্রামে পোস্ট করে জানিয়েছেন, তিনি আদৌ পুলিশ অফিসার ননয়। হারলিন মান তাঁর নাম নয়। ওটা তাঁর আগামী ছবির চরিত্রের নাম।