Home / খেলাধুলা / কোহলির ‘বিরাট’ প্রশংসায় সৌরভ

কোহলির ‘বিরাট’ প্রশংসায় সৌরভ

স্পোর্টস ডেস্ক: দুরন্ত গতিতে ছুটছে অধিনায়ক কোহলির বিজয় রথ। অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষও বিরাটের ভারতের জয়ের ধারায় বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি।

স্মিথেদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে অনায়াসেই জয় তুলে নিয়ে বিশ্বের এক নম্বর ওয়ান ডে দল এখন কোহলির ভারত। সিরিজে ‘মেন ইন ব্লু’র দুর্দান্ত পারফরম্যান্সের পর অধিনায়ক বিরাটকে তাই দরাজ সার্টফিকেট দিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

কোহলি প্রসঙ্গে সৌরভ বলেন, ২০১৯ বিশ্বকাপের আগে অধিনায়ক কোহলি সঠিক পথেই আগাচ্ছে। ভারতের সেরা অধিনায়ক হওয়ার সব রকম যোগ্যতা বিরাটের মধ্যে রয়েছে। তবে সামনের ১৫ মাস কঠিন পরীক্ষার মুখে পড়তে পারেন কোহলি, সেকথাও মনে করিয়ে দিচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

চলতি বছরে অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষ হলেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শেষ করেই নতুন বছরে দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাবে ভারতীয় দল। ডুপ্লেসিসদের দেশে গিয়ে তিনটি টেস্ট, ছয়টি ওয়ান ডে, তিনটি টি-টোয়েন্টি খেলবে কোহলিরা।

Check Also

গার্দিওয়ালার অধীনে আবারও যাবেন মেসি?

নিউজ ডেস্ক  : নির্ঘুম রাত কাটছে মেসি ভক্তদের। ক্লাবের সবচেয়ে বড় তারকা যে আনুষ্ঠানিক জানিয়ে …

%d bloggers like this: