নিউজ ডেস্ক: কুয়েতে দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ঐ বাংলাদেশির নাম তাফজল হক খোকন।
তাঁর বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলার পশ্চিম চরছান্দিয়া গ্রামে। গতকাল বুধবার সকাল ৭টায় কুয়েতের বিশ্ববিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ময়লাবাহী হাইড্রোলিক গাড়ির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ফরওয়ানিয়া হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।