Home / দেশজুড়ে / ঢাকা / কুমিল্লার হোমনায় এম কে আনোয়ারের দাফন বুধবার

কুমিল্লার হোমনায় এম কে আনোয়ারের দাফন বুধবার

দেশজুড়ে ডেস্ক:  আগামীকাল বুধবার কুমিল্লার হোমনায় পারিবারিক কবরস্থানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের মরদেহ দাফন করা হবে। এর পূর্বে সেখানে আরো দুই দফা তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
তিতাসে বাদ জোহর চতুর্থ ও হোমনায় বাদ আসর পঞ্চম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক করবস্থানে তার মরদেহ দাফন করা হবে।

এ ছাড়াও আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর কাঁটাবন মসজিদে এম কে আনোয়ারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় ও দুপুর দেড়টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবীর খান এসব তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, গতকাল সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় এম কে আনোয়ার ইন্তেকাল করেন। প্রায় ৫ বছর ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: