Home / বিনোদন / চলচ্চিত্র / কিছুক্ষন পরেই জানা যাবে অনন্ত’র ইতিহাস!

কিছুক্ষন পরেই জানা যাবে অনন্ত’র ইতিহাস!

হাসান মুরসালিন: আজ শনিবার (৪ নভেম্বর) অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ‘বাংলাদেশ নাইট ২০১৭’। সেখানে অংশ নিতে শুক্রবার (৩ নভেম্বর) বিকালে ব্যাংকক বিমানবন্দর হতে সিডনির উদ্দেশ্যে যাত্রার আগে নিজের ফেসবুকে ১০টি ছবিসহ ভক্তদের জন্য খুদে বার্তা দেন ঢাকাই চলচ্চিত্রের সফল চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল।

চলচ্চিত্র ছেড়ে ইসলামের পথে নতুন ভাবে জীবন শুরু করা অনন্ত হঠাৎ কোন এই টাইপের অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন, সেখানে গিয়ে তিনি আসলে কী করবেন, এসব বিষয়ে ভক্তদের মনে নানা রকম প্রশ্ন ছিল। কয়েকদিন আগে ফেসবুকের মাধ্যমে সেসব প্রশ্নের উত্তরও দেন অনন্ত।

আর শুক্রবার ব্যাংকক বিমান বন্দর হতে সিডনি’র পথে যাত্রার সময়, ফেইসবুকে ছবির পোস্টে জানালেন ইতিহাস গড়তে সিডনির পথে যাচ্ছেন অনন্ত। তবে মঞ্চে ঠিক কী করবেন তা পরিষ্কার করে জানাননি একবারও।

উল্লেখ্য, ‘বাংলাদেশ নাইট ২০১৭’ তে অনন্ত জলিলের সাথে থাকবেন ডিজে রাহাত এবং মুনমুন। গানের তালে মঞ্চ মাতাবে জেমস ও অর্থহীন ব্যান্ড।

অনন্ত’র আরো নিউজ পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন……

কোন অসম্ভবকে সম্ভব করতে সিডনির পথে অনন্ত?

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: