দেশজুড়ে ডেস্ক: সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক দুই বাংলাদেশি কিশোর এক থেকে দেড় বছর কারাভোগ শেষে হিলি চেকপোস্ট দিয়ে দেশে ফিরে এসেছে। সোমবার দুপুর ১২টায় সীমান্তে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় অভিবাসন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে দুই বাংলাদেশি কিশোরকে হস্তান্তর করে।
হিলি ইমিগ্রেশন ওসি আফতাব হোসেন জানায়, বাংলাদেশি কিশোর মেহেদী হাসান (১৩) ও সুমন ভুইয়া (১৪) আন্না সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় বিএসএফ তাদের আটক করে সেই দেশের পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের ভারতের বালুঘাট শোভায়ন হোমে পাঠায়। সেখানে এক থেকে দেড় বছর আটক রাখা হয় তাদেরকে।
সাজার মেয়াদ শেষে সোমবার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেশে ফিরে এলো তারা। ফিরে আসা কিশোররা হলেন সিরাজগঞ্জ জেলা সদরের কালিঘাট গ্রামের আ. কাদেরের ছেলে মেহেদী হাসান ও ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার গোড়াইল গ্রামের ওমেদ ভুইয়ার ছেলে সুমন ভুইয়া।