Home / বিনোদন / কাজী শুভ’র ‘ভালোবাসি তোমাকে’ গানটির মিউজিক ভিডিওতে সাদমান (ভিডিও সহ)

কাজী শুভ’র ‘ভালোবাসি তোমাকে’ গানটির মিউজিক ভিডিওতে সাদমান (ভিডিও সহ)

তাসাউফ তাজিন: ঈদুল আযহা উপলক্ষে জনপ্রিয় সংগীত শিল্পী কাজী শুভ ও নদী’র গাওয়া “ভালোবাসি তোমাকে” গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে ইউটিউবে। প্রযোজনা প্রতিষ্ঠান মাই সাউন্ডে ইউটিউব চ্যানেলে এই গানটি প্রকাশ করা হয় রবিবার রাতে।

মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল সামির ও সুস্মিতা। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, তাতে সুর ও সংগীতায়োজন করেছেন রাব্বি আর.বি। সংগীতটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শামসুল হুদা, সিনেফটোগ্রাফার ছিলেন হাবিব।আর ভিডিওটি এডিট করেন এস.এম তুষার। ঢাকার অদূরে মাওয়ায় অবস্থিত পদ্মা রিসোর্ট সহ মুন্সিগঞ্জ সহ অারো বেশ কিছু মনোরম লোকেশনে গানটির মিউজিক ভিডিও’র চিত্র ধারন করা হয়।

ভিডিওটি প্রসঙ্গে সাদমান বলেন, “আমি বেশ কিছু গানের ভিডিওটিতে কাজ করেছি, তবে এটি সত্যি অন্যরকম হয়েছে। গানটির মিউজিক ভিডিও প্রকাশ হওয়ার কিছুক্ষনের মধ্যেই দর্শকদের মাঝে বেশ সাড়া দেয়। আশা করি সকল দর্শকদের মন ছুয়ে যাবে।”

 

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: