Home / বিনোদন / অনুষ্ঠান / কাজিনের গানের অ্যালবাম প্রকাশনায় শাকিব খান

কাজিনের গানের অ্যালবাম প্রকাশনায় শাকিব খান

বিনোদন ডেস্ক : সিনেমার মহরত ছাড়া অন্য কোনো অনুষ্ঠানে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে দেখা যায় না বললেই চলে! তবে এবার দেখা গেল তিনি গানের একটি অ্যালবাম প্রকাশ করলেন। শাকিব খানের আত্মীয় মোহাম্মদ হাফিজের প্রথম অ্যালবাম ‘পুতুল’র মোড়ক উন্মোচন করা হয় গতকাল রোববার সন্ধ্যায়, ময়মনসিংহ শহরের একটি রেস্তোরাঁয়।

সেখানে হাজির হয়েছিলেন শাকিব নিজেই। এসম শাকিব বলেন, ‘হাফিজ আমার ছোট ভাই। ও খুব ভালো গান করে। গানের প্রতি ওর আগ্রহ দেখে খুব ভালো লেগেছে। তার জন্য শুভকামনা থাকলো।’

হাফিজ জাগো নিউজকে বলেন, ‘শাকিব খান আমার কাজিন। তাকে আমি দাদা বলেই ডাকি। দাদা এই প্রথমবার কোনো গানের অ্যালবামের মোড়ক উন্মোচন করলেন। তিনি ছবির শুটিং করছিলেন ময়মনসিংহে। হুট করে তার ডাকে সেখানে গিয়ে অ্যালবামের মোড়ক উন্মোচন করেয়েছি। তাকে পেয়ে আমি আনন্দিত। এটা আমার প্রথম একক অ্যালবাম।’

তিনি বলেন, ‘আমার অনেকদিনের স্বপ্ন নিজের একক অ্যালবাম প্রকাশ হবে। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি নিয়মিত গান গাইতে চাই, আগামীতে সিনেমার গানেও কণ্ঠ দেব। সবার দোয়া ও শুভকামনা কামনা করছি।’

‘পুতুল’ অ্যালবামটি প্রকাশ হয়েছে সিডি ভিশনের ব্যানারে। এই অ্যালবামে থাকছে তিনটি গান। দুটি গানের কথা লিখেছেন অনুরূপ আইচ আরেকটি গান লিখেছেন শিল্পী হাফিজ নিজেই। গানগুলোর সুর-সংগীত করেছেন মোশারফ আজমী, ইশরাক হোসেন, মকসুদ জামিল মিন্টু। এরমধ্যে খন্দকার বাপ্পির সুর ও মোশাররফ অাজমীর সংগীতে পুতুল গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে, যেটি শিগগির প্রকাশ পাবে। এই গানের মডেল হয়েছেন লারা লোটাস।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: