Home / খেলাধুলা / কাঁদতে কাঁদতে বিদায় নিলো বুফন

কাঁদতে কাঁদতে বিদায় নিলো বুফন

স্পোর্টস ডেস্ক: বর্তমান সময়ের অন্যতম সেরা গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের বিদায়টা এভাবে হবে, কেউই ভাবতে পেরেছিল! ইতালির বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিতে হলো কাঁদতে কাঁদতে। ১৯৫৮ সালের পর এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে পারবে না ইতালি। বিদায়বেলায় সেই হতাশাই সঙ্গী হলো বুফনের।

ইউরোপ বাছাইপর্বের গ্রুপ রাউন্ডে ভালো নৈপুণ্য দেখাতে পারেনি ইতালি। গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারায় তাদের খেলতে হয়েছিল প্লে-অফ। আর সেখানেই ঘটে গেছে বড়সড় অঘটন। দুই লেগের প্লে-অফ ম্যাচে ১-০ ব্যবধানে হারের পর ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ থেকে বাদ পরে গেলো চারবারের শিরোপাজয়ী ইতালি।

রঙ্গিন ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন অধিনায়ক জিয়ানলুইজি বুফনও। নিয়তির পরিহাস ২০ বছরের ক্যারিয়ারের শেষটা বুফনকে করতে হয়েছে কান্নাভেজা চোখে। ২০০৬ সালের বিশ্বকাপজয়ী এই ফুটবলার বলেছেন, ‘এটা খুবই হতাশার যে আমার শেষ ম্যাচটা ছিল ইতালির বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ম্যাচ। এটাই আমার একমাত্র আফসোস। কারণ সময় খুবই নির্দয়। কিন্তু এটা দ্রুত কেটেও যাবে।’

অবাক করা বিষয় হলো, ১৯৯৭ সালে বুফনের অভিষেকও হয়েছিল এমনই এক প্লে-অফ ম্যাচে। ১৯৯৮ সালের বিশ্বকাপের টিকেট পাওয়ার জন্য রাশিয়ার মুখোমুখি হতে হয়েছিল ইতালিকে। সেই ম্যাচে ২-১ ব্যবধানের জয় দিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছিল ইতালি।

১৯৯৭ সালের পর এবারই প্রথমবারের মতো আবার প্লে-অফ পরীক্ষায় নামতে হয়েছিল ইতালিকে। কিন্তু অভিষেকের মতো মধুর স্মৃতি সঙ্গী হয়নি বুফনের। এবার মুদ্রার অপর পিঠটাও দেখতে হলো অভিজ্ঞ এই গোলরক্ষককে। দুই প্লে-অফের মাঝখানে, গত ২০ বছরে ইতালির জার্সি গায়ে বুফন খেলেছিলেন ১৭৫টি ম্যাচ।

Check Also

গার্দিওয়ালার অধীনে আবারও যাবেন মেসি?

নিউজ ডেস্ক  : নির্ঘুম রাত কাটছে মেসি ভক্তদের। ক্লাবের সবচেয়ে বড় তারকা যে আনুষ্ঠানিক জানিয়ে …

%d bloggers like this: