Home / বিনোদন / চলচ্চিত্র / কলকাতায় মুক্তি পাচ্ছে বাংলাদেশি রোশানের ‘ককপিট’

কলকাতায় মুক্তি পাচ্ছে বাংলাদেশি রোশানের ‘ককপিট’

বিনোদন ডেস্ক: পূজাতে কলকাতায় মুক্তি পাচ্ছে অভিনেতা দেব প্রযোজিত ও অভিনীত ককপিট। এই ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা রোশান।

চলচ্চিত্রটি পরিচালনা করছেন বিখ্যাত পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় এবং মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা দেব। সরাসরি সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন রোশান। দেব ও কমলেশ্বর জুটির এটি তৃতীয় চলচ্চিত্র। এই চলচ্চিত্রে দেব বিমানচালকের ভূমিকায় অভিনয় করেছেন।

রোশান বলেন, মাসখানেক আগে কলকাতায় দেবের সঙ্গে কথা হয়। তাঁর হাউসে আমার ছবি জমা দেওয়া ছিল। ছবি দেখে আমাকে ডাকা হয়। সাক্ষাৎকার ও লুক টেস্ট করে আমাকে সিনেমায় চূড়ান্ত করেছেন তিনি।   রোশান বলেন, ‘সরাসরি দেবের সহশিল্পী হিসেবে কাজটি করার সুযোগ পেয়েছি।

এই ছবিতে প্রথমবারের মতো গান গেয়েছেন পাকিস্তানের আতিফ আসলাম। আতিফ এই প্রথম কোনো বাংলা ছবিতে গাইলেন। ছবির গল্প মুম্বাই থেকে কলকাতাগামী একটি বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর বিমানের মধ্যে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে। একটি বিশেষ চরিত্রে বাংলাদেশ থেকে ফারিনকেও দেখা যাবে এই ছবিতে।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: