নিউজ ডেস্কঃ করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর কমিটি।
বুধবার (২৮ এপ্রিল) দুপুরে পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা নগরীর হড়গ্রাম এলাকায় এর উদ্বোধন করেন।
এসময় তিনি সাধারণ মানুষের হাতে চাল, ডাল, আলু, লবণ, সাবান, হ্যান্ড স্যানিটাইজারসহ অন্যান্য খাদ্যসামগ্রীর ব্যাগ তুলে দেন।
উদ্বোধনের পর ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ নগরীর হেতেমখাঁ এলাকায় হরিজন পল্লির প্রতিটি বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে যান। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইপার কলোনি এবং ফুটপাত ব্যবসায়ীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তারা।
এ সময় ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, সম্পাদকমণ্ডলির সদস্য এন্তাজুল হক বাবু, আবদুল মতিন, নাজমুল করিম অপু, মনির উদ্দিন পান্না প্রমুখ উপস্থিত ছিলেন।