নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত ১৬৩ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যার মধ্যে শুধুমাত্র ঢাকা বিভাগেই মারা গেছে ১৩৭ জন।
বুধবার (২৮ এপ্রিল) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, যারা মারা গেছেন তাদের বেশিরভাগই ঢাকা বিভাগের। ঢাকা বিভাগে মারা গেছেন ১৩৭ জন। অন্যরা ঢাকার বাইরের।
জানা যায়, ঢাকা বিভাগের মৃতদের মধ্যে নারায়ণগঞ্জ জেলার সবচেয়ে বেশি। এ জেলায় এখন পর্যন্ত ৯ শতাধিক আক্রান্ত রয়েছে।
ব্রিফিংয়ে নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৮ জন মারা গেছেন। এ ৮ জনের মধ্যে ৬ জনই ঢাকার মধ্যে। মৃত ৮ জনের মধ্যে ৬ জন পুরুষ এবং দুইজন নারী।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৪১ জনের শরীরে করোনাভাইরাসে উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা ৭ হাজার ১০৩ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলো ১৫০ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪ হাজার ৭০৬ জনের। পরীক্ষা করা হয় ৪ হাজার ৯৬৮ জনের। নমুনা সংগ্রহের হার বেড়েছে ৯ দশমিক ২১ শতাংশ। পরীক্ষার হার বেড়েছে ১৪ দশমিক ৬৮ শতাংশ। এখন পর্যন্ত ৬৯ হাজার ৭০১ টি নমুনা সংগ্রহ করা হয়েছে।