Home / জাতীয় / করোনায় দেশে ফিরেছেন ১ লাখ প্রবাসী

করোনায় দেশে ফিরেছেন ১ লাখ প্রবাসী

নিউজ ডেস্কঃ করোনার সৃষ্ট পরিস্থিতিতে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক লাখ বাংলাদেশি কর্মী দেশে ফেরত এসেছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রবাসীদের ফেরানো সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী।

এর বাহিরে নতুন করে আরও বাংলাদেশি কর্মী দেশে ফেরতের অপেক্ষায় রয়েছেন বলেও জানান তিনি।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সমস্যা হলো তেলের দাম কমে গেছে। তাদের বড় আয় হলো তেল।

সারা বিশ্বে অর্থনৈতিক মন্দায় আমাদের মতো তারও ভুগছে। ফলে তারা যতদূর পারছে বৈধ কর্মীদের ছাঁটাই করে ফেরত পাঠাচ্ছে।’

মূলত অর্থনৈতিক সমস্যার কারণে বাংলাদেশিকর্মীদের দেশে ফেরত আসতে হচ্ছে বলে জানান মন্ত্রী। একইসঙ্গে আর একজনকর্মীও দেশে ফেরত আসুক চান না তিনি।

এর আগে গত ১৫ এপ্রিল ও ৯ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তৃতীয় ও দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়। আর ৫ এপ্রিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: