Home / জাতীয় / করোনায় আক্রান্ত ৪০ হাজার ছাড়াল, মৃত্যুর মিছিলে ৫৫৯

করোনায় আক্রান্ত ৪০ হাজার ছাড়াল, মৃত্যুর মিছিলে ৫৫৯

নিউজ ডেস্ক: কোভিড-১৯ মহামারীতে লাশের সারি বেড়েই চলছে।আক্রান্তও বাড়ছে হাজারে হাজারে। দেশে সবশেষ ২৪ ঘণ্টায় রেকর্ড ২ হাজার ২৯ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। একদিনে এটি সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ নিয়ে দেশে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৩৭১ জনে।

আর একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে ৫৫৯ জনের প্রাণহানি হলো।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৯ হাজার ২৬৭ টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৭৫ হাজার ৭৭৬ টি। এর মধ্যে নতুন করে ২০২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৫০০ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ৪২৫ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: