Home / জাতীয় / করোনায় আক্রান্ত সাংসদ মোস্তাক আহমেদ

করোনায় আক্রান্ত সাংসদ মোস্তাক আহমেদ

নিউজ ডেস্ক : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। রোববার (১২ জুলাই) সন্ধ্যায় আসা রিপোর্টে বিষয়টি জানা গেছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন শাফায়েত। উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা থেকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে সদর আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবিসহ ছয়জন করোনায়  আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ৩৯১ জন করোনা রোগী হিসেবে শনাক্ত হলেন।

এদিকে সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি সবার কাছে দোয়া চেয়েছেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাকী করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে স্বাস্থ্য বিভাগ থেকে  জানানো হয়েছে।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: