Home / জাতীয় / করোনাকালও একদিন শেষ হবে: ড. বেনজীর আহমেদ

করোনাকালও একদিন শেষ হবে: ড. বেনজীর আহমেদ

নিউজ ডেস্ক: সবার সম্মিলিত প্রচেষ্টায় এ করোনাকালও একদিন শেষ হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

তিনি বলেছেন, আমরা ফিরে যাবো স্বাভাবিক জীবনে। সেদিনের জন্য তোলা থাক এবারের ঈদ।

সোমবার (২৫ মে) বাংলাদেশ পুলিশের ভেরিফাইড পেজে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় আইজিপি এসব কথা বলেন।

ঈদ শুভেচ্ছায় বেনজীর আহমেদ বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। করোনা ভাইরাস সংক্রমণের এ দুর্যোগপূর্ণ সময়ে আমরা এক ভিন্ন পরিস্থিতিতে এবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছি।

করোনা মোকাবিলায় আপনারা সবাই সচেতন থাকবেন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না। স্বাস্থ্যবিধি মেনে চলুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন।

তিনি বলেন, দীর্ঘতম রজনী শেষে একসময় ভোরের আলো আসে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ করোনাকালও একদিন শেষ হবে। আমরা ফিরে যাবো স্বাভাবিক জীবনে। সেদিনের জন্য তোলা থাক এবারের ঈদ। ঈদের আনন্দ যেটুকু সম্ভব এবার ঘরে বসেই উপভোগ করুন।

সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: