Home / দেশজুড়ে / ‘কন্যা উৎসব’ ঝালকাঠিতে হবে

‘কন্যা উৎসব’ ঝালকাঠিতে হবে

দেশজুড়ে ডেস্ক:  ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে আগামী ২৬ ও ২৭ জানুয়ারি দুই দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত

হবে।

এতে স্থানীয় ও দেশ-বিদেশের বিভিন্ন স্থানে কর্মরত ঝালকাঠির মেয়েরা অংশ নেবে।

গতকাল সোমবার রাত ৮টায় স্থানীয় একটি রেস্তোঁরায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ঝালকাঠির গুণী পাঁচ কন্যা এ

অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা।

সংবাদ সম্মেলনে কন্যা উৎসব উদযাপন কমিটির সদস্যরা জানান, দীর্ঘদিনের পরিকল্পনা নিয়ে এ কন্যা উৎসবের আয়োজন

করা হয়েছে।

উৎসবে জেলা প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু উৎসবে প্রধান অতিথি হিসেবে

যোগদান করবেন।

২৬ জানুয়ারি প্রথম দিনে কন্যাদের মিলন মেলা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ঝালকাঠির কন্যাদের

পদক প্রদান, রত্নগর্ভা মায়েদের সম্মাননা ও সম্ভাবনাময়ী কন্যাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলেও সংবাদ সম্মেলনে

জানানো হয়।

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: