Home / দেশজুড়ে / চট্টগ্রাম / কক্সবাজারে বাস উল্টে নিহত ৩

কক্সবাজারে বাস উল্টে নিহত ৩

দেশজুড়ে ডেস্ক: কক্সবাজারের রামু হাসপাতাল সংলগ্ন মহাসড়কে কক্সবাজারমুখী পিকনিকের বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন সাইমুম (১৬), এরশাদ (১৮) ও অপর আরেক জনের নাম জানা যায়নি।

সোমবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ যাত্রী। এর মধ্যে ছয়জনের আবস্থা আশঙ্কাকাজনক বলে জানা গেছে। রামু হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহেদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও দমকল বাহিনী সূত্র জানায়, সোমবার সকাল ৬টার দিকে চট্টগ্রাম হাটহাজারী থেকে কক্সবাজারে আনন্দ ভ্রমণে যাওয়ার পথে মহাসড়কের রামু উপজেলা হাসপাতাল সংলগ্ন পুরাতন বাইপাস মোড়ে বাসটি (চট্ট মেট্টো জ ১১-১৬৬৮) উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৫ জন।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মালেক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে নিয়ে গেছে।

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: