Home / জাতীয় / কক্সবাজারে চিকিৎসক করোনা আক্রান্ত

কক্সবাজারে চিকিৎসক করোনা আক্রান্ত

নিউজ ডেস্কঃ কক্সবাজারে এবার এক চিকিৎসকের দেহে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন। যার মধ্যে কক্সবাজার জেলায় ১৪ জন এবং অপরজন  বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া। তিনি বলেন, শনিবার (২৫ এপ্রিল) কক্সবাজারের ৮টি উপজেলা, ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে মোট ৭১ জন সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করার পর একজনের দেহে নভেল করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায়। তিনি টেকনাফ উপজেলার একজন চিকিৎসক।

তিনি আরো বলেন, গত ২৫ দিনে মোট ৮০৪ জন সন্দেহভাজন রোগীর টেস্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তারমধ্যে ১৫ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে।

এর মধ্যে মহেশখালীতে ৮ জন, টেকনাফে ৪ জন, কক্সবাজার শহরে ২ জন। অপরজন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকার।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: