নিউজ ডেস্ক: রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণের উদ্দেশে কক্সবাজারের পথে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানে নিজের বাসভবন থেকে রওয়ানা দেন তিনি।সফরপূর্ব বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুলিশের মহাপরিদর্শক আমাদের আশ্বস্ত করেছেন যে তারা চেয়ারপারসনের নিরাপত্তা নিশ্চিত করবে এবং পথিমধ্যে সব ধরনের সহযোগিতা করবে। একই সঙ্গে সরকারও সবধ রনের সহযোগিতা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।তিনি আরো বলেন, দেশের জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া বিদেশ থেকে এসে সিদ্ধান্ত নিয়েছিলেন যে রোহিঙ্গাদের দেখতে যাবেন ও তাদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। সেই লক্ষে তিনি আজ সফর করছেন। তার এই সিদ্ধান্ত নেতাকর্মীদের মধ্যে আশার সৃষ্টি করেছেন।এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু, বরকতুল্লাহ বুলুসহ দলের সিনিয়র নেতারা চেয়ারপারসনের সঙ্গে এ সফরে যোগ দেন।প্রসঙ্গত, গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে দেশটির সেনাবাহিনীর দমন অভিযান শুরু হয়। এর পর থেকে পাঁচ লাখেরও বেশি মুসলিম রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেয়।
