Home / বিনোদন / টেলিভিশন / ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ হলেন তাহমিনা অথৈ

ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ হলেন তাহমিনা অথৈ

বিনোদন ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের ছাত্রী তাহমিনা অথৈ ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। প্রতিযোগিতায় প্রথম রানার আপ নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী তাহসিন ওয়াজেদ এশা আর দ্বিতীয় রানার আপ হয়েছেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ছাত্রী ফাতেমা ইয়াসমিন লিয়া।

গতকাল শুক্রবার চ্যানেল আই ভবনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশকে। ডায়মন্ড ওয়ার্ল্ড পরিবেশিত এ প্রতিযোগিতায় ২৫ হাজার প্রতিযোগী অংশ নেন। এর মধ্য থেকে বিজয়ী হয়ে বেশ উচ্ছ্বসিত তাহমিনা অথৈ।

নিজের অনুভূতি প্রকাশ করে এনটিভি অনলাইনকে তাহমিনা অথৈ বলেন, ‘বিজয়ী হয়ে খুব ভালো লাগছে। আমার আত্মবিশ্বাস ছিল। আশা করছি, সামনে আরো ভালো কিছু করতে পারব। সবাই দোয়া করবেন।’

গ্র্যান্ড ফিনালে প্রধান বিচারক ছিলেন রিজেন্ট এয়ারওয়েজের শীর্ষ কর্মকর্তা হানিফ জাকারিয়া, আলোকচিত্রী অপূর্ব আবদুল লতিফ, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, ফ্যাশন ডিজাইনার তামিমা শামস, প্রিয়তা ইফতেখার, ২০১৫-এর ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি মুনজেরী হাসান ও আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী।

১৯ ডিসেম্বর কম্বোডিয়ায় হতে যাচ্ছে ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি ২০১৭-এর গ্র্যান্ড ফিনালে। প্রতিযোগিতার চূড়ান্ত লড়াইয়ে অংশ নেবেন অথৈ।

অথৈ, এশা ও লিয়া ছাড়াও এই প্রতিযোগিতায় বেস্ট লুক স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ফারহানা ইয়াসমিন আনিকা, বেস্ট স্মাইল শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির অনিন্দিতা মিমি, বেস্ট হেয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি, ফরিদপুরের শারমিন হেনা, বেস্ট স্কিন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির নূসরাত জাহান খন্দকার মেঘনা, বেস্ট পার্সোনালিটি ঢাকা সিটি কলেজর বিবিএর ছাত্রী আয়শা, মোস্ট স্টাইলিশ ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির বিবিএ মার্কেটিংয়ের শিক্ষার্থী সাদিয়া সামাদ শর্মি এবং মিস কনজিনিয়ালিট ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির প্রীতি আহাদ নির্বাচিত হয়েছেন।

এবার যিনি ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি হবেন তিনি সারা বিশ্বের জাতিসংঘের প্রতিনিধি হয়ে ছড়াবেন শান্তির বার্তা। ২৮ বছর ধরে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় এই সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এবার প্রতিযোগিতার ২৯তম আসর অনুষ্ঠিত হবে।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: