বিনোদন ডেস্ক: কম্বোডিয়াতে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি ২০১৭-এর গ্র্যান্ড ফিনালে আগামী ১৯ ডিসেম্বর। বিভিন্ন দেশ থেকে নির্বাচিত একশো মিস ইউনিভার্সিটি চূড়ান্ত লড়াইয়ের জন্য অংশ নেবেন।
২৩ নভেম্বর ১০০ সুন্দরী নিয়েইন্টারন্যাশনাল গ্রুমিং শুরু হবে কোরিয়াতে। বাংলাদেশ থেকেও একজন এবার এই প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবেন। এরইমধ্যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ১০ জনকে নির্বাচিত করা হয়েছে।
আসছে শুক্রবার সন্ধ্যা ৬টায় চ্যানেল আই ভবনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত করা হবে ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশকে। ১০ জন নির্বাচিত হলেও, গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে পারফর্ম করার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেরা ১৫ সুন্দরী। করছেন নাচের মহড়াও। তাঁদের নাচের কোরিওগ্রাফি করছেন আয়ান।
কোরিওগ্রাফার আয়ান বলেন, ‘সেরা ১৫ জন সুন্দরী দারুণ পারফরম্যান্স করছেন। নাচ অনুশীলন করার সময় আমি তাঁদের মাঝে মধ্যে বকাও দিচ্ছি। এটুকু বলব তাঁরা প্রত্যেকেই যোগ্য। আমি তাঁদের কোরিওগ্রাফি করে সন্তুষ্ট।’
প্রতিযোগিতার সেরা ১০ জন সুন্দরী হলেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের মঞ্জিরা বশির মিষ্টি, নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী তাহসিন ওয়াজেদ এশা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিজনেস এডমিনিস্ট্রেশনের শিক্ষার্থী নূর নাহার লিমা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ফারজানা আক্তার কনিকা,স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটির ফারহানা ইয়াসমীন আনিকা, ঢাকা সিটি কলেজের বিবিএর শিক্ষার্থী আয়শা নুদরাত, শান্তা মারিয়াম ইউনিভার্সিটির অনিন্দিতা মিমি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের তাহমিনা আকতার, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির সাদিয়া সামাদ শর্মি এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী ফাতিমা ইয়াসমিন লিয়া।
এই ১০ জন থেকে ঘোষিত হবে চূড়ান্ত বিজয়ীর নাম। আর তিনিই বাংলাদেশের পক্ষে এবারের ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবেন।
বাংলাদেশে এবারের প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান অপূর্ব ডটকম। প্রতিষ্ঠানটির কর্ণধার আলোকচিত্র শিল্পী অপূর্ব আবদুল লতিফ। ইভেন্ট পার্টনার টেলিপ্রেস।
এবার যিনি ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি হবেন তিনি সারা বিশ্বের জাতীসংঘের প্রতিনিধি হয়ে ছড়াবেন শান্তির বার্তা। গত ২৮ বছর ধরে জাতীসংঘের পৃষ্ঠপোষকতায় এই সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এবার প্রতিযোগিতার ২৯তম আসর অনুষ্ঠিত হবে।