Home / বিনোদন / চলচ্চিত্র / ওমর সানির শাশুরির সুস্থতার জন্য দোয়া করবেন!

ওমর সানির শাশুরির সুস্থতার জন্য দোয়া করবেন!

হাসান তাসাউফ: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ওমর সানি। এই জনপ্রিয় নায়কের শ্বাশুড়ি আজ বৃহস্পতিবার বার্ধক্যজিনত নানান কারণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শ্বাশুড়ির সুস্থতার জন্য দোয়া চেয়ে তিনি তার ফেইসবুকে একটি স্ট্যাটাস দেন, নিচের ওমর সানির স্ট্যাটাসটি হুবাহু তুলে ধরা হলো।

“আমার শ্বাশুড়ি আজ বার্ধক্যজিনত নানান কারণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন…মহান আল্লাহ পাক রাব্বুল আলআমিন যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন এই দোয়া চাই সবার কাছে..প্লিজ আমার শ্বাশুড়ি আম্মার জন্য সবাই প্রাণভরে দোয়া করবেন।”

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: