Home / বিনোদন / চলচ্চিত্র / ‘এ হৃদয় কি বলে’তে পরী-জেফের রোমান্স (ভিডিও)

‘এ হৃদয় কি বলে’তে পরী-জেফের রোমান্স (ভিডিও)

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি অভিনীত সিনেমা ‘ইনোসেন্ট লাভ’। যুগল নির্মাতা অপূর্ব-রানা পরিচালিত এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক জেফ। ‘ইনোসেন্ট লাভ’ ছবিতে  পরী-জেফের রোমান্স দেখা যায় ‘এ হৃদয় কি বলে’ শিরোনামে গানে। ১৬ আগস্ট সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়। ২২ ডিসেম্বর সিনেমাটি সারাদেশে মুক্তি পাবে। মুক্তিকে সামনে রেখে কয়েকটি গান ইতোমধ্যে প্রকাশিত হয়। গানগুলোও বেশ প্রশংসিত হয়। আবার সিনেমাটির আরেকটি গান গতকাল ১৪ নভেম্বর মঙ্গলবার ‘এ হৃদয় কি বলে’ শিরোনামের গানটি ইউটিউবে প্রকাশ করা হয়। জসিম উদ্দিন জাকিরের কথায় গানটির সুর করেছেন রুমি।

২০১৪ সালের শুরুর দিকে রাজধানীর উত্তরায় মহরতের মাধ্যমে শুরু হয়েছিল এ সিনেমার শুটিং। এতে মোট পাঁচটি গান রয়েছে। এর মধ্যে একটি আইটেম গানও রয়েছে। জাবেদ আহমেদ কিসলু ও রুমী সেনের কম্পোজিশনে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, পড়শী, রাজিব, মুন, লিজা, তানজিন রুমা ও রুপম।

জাহিন চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটিতে পরী-জেফ ছাড়া আরো অভিনয় করেছেন-সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, আমির সিরাজী ও কাবিলা। ছবিতে ‘পরী’ নামের ভার্সিটি পড়ুয়া একটি মেয়ের চরিত্রেই অভিনয় করেছেন পরীমনি। সেখানে তার বাবার চরিত্রে অভিনয় করছেন সোহেল রানা।

ভিডিওটি….

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: