নিউজ ডেস্ক: বর্তমান সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রবিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সিআইপি-২০১৪ কার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে তোফায়েল আহমেদ বলেন, ‘দাবি-দাওয়া করে যদি আদায় করা না যায় সে দল টিকে না
আজ বিএনপি সমাবেশ করেছে। সমাবেশে খালেদা জিয়া আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চেয়ে বলেন, হাসিনার অধীনে (শেখ হাসিনা) নির্বাচন হবে না’।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আগামী বছর হলো নির্বাচনের বছর। বর্তমান সরকারের অধীনে অথাৎ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এ নির্বাচন হবে। এটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে আমি মনে করি।’
(রফতানি) নীতিমালা-২০১৩ অনুযায়ী ২০১৪ সালের জন্য ১৬৪ ব্যবসায়ীকে সিআইপি কার্ড প্রদান করা হয়।