Home / বিনোদন / বলিউড / এ কোন সালমান?

এ কোন সালমান?

বিনোদন ডেস্ক: সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ভারত’-এর ফার্স্ট লুক। এতে এক ‘অন্য সালমান’র দেখা মিলেছে। দাঁড়ি, গোঁফ, চশমার মিশেলে সালমানকে চেনাই দায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টার শেয়ার করে সালমান লিখেছেন, ‘চুল-দাঁড়িতে আমাকে যত সাদা দেখছেন, তার থেকে বেশি রঙিন আমার জীবন।’

অল্প দিনের মধ্যেই সিনেমাটির ট্রেলার মুক্তি দেয়া হবে। আলী আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ সিনেমাটির দৃশ্য সাজানো হয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে। ২০১৪ সালের দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘অড টু মাই ফাদার’-এর রিমেক ছবিটি।

‘ভারত’ সিনেমায় সালমানের সঙ্গে থাকছেন ক্যাটরিনা কাইফ। এছাড়া দিশা পাটানিকেও দেখা যাবে। সালমানের বাবার ভূমিকায় অভিনয় করেছেন জ্যাকি শ্রফ।

Check Also

মাশরাফির নায়িকা হতে চাই: পূজা চেরি

বিনোদন ডেস্ক: হলিউড কিংবা বলিউডের মতো ঢালিউডেও কোনো একদিন জাতীয় দলের নেতা থেকে পুরাদস্তুর রাজনীতিবিদ …