Home / বিনোদন / বলিউড / এ কেমন ফ্যাশন?

এ কেমন ফ্যাশন?

বিনোদন ডেস্ক: এ কেমন মডেল? মুখে দাঁড়ি, সেলুলয়েডের পরিধেয় বস্ত্র। পুরুষের বস্ত্র নাকি নারীর বস্ত্র সেটাও বোঝার উপায় কম।

যতটুকু বোঝা যায়, যতটুকু দেখে মনে হয় পরিধেয় বস্ত্র নারীর। কিন্তু মুখে দাঁড়ি সেটার আবার দ্বিধায় ফেলে দেয়। ফ্যাশন কি দ্বিধায় ফেলে দেয়ার বিষয়? নাকি হালের ফ্যাশন এমনই হয়?

ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়া থেকেই সংগ্রহ করা হয়েছে। ছবির সাথে ঘুরে বেড়াচ্ছে নানা জনের নানা প্রশ্ন। তবে উত্তর নেই। আর হ্যাঁ ছবিটি দেখে যতদূর অনুমান করা যায়, সেটা ভারতীয় মডেল।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: