Home / বিনোদন / চলচ্চিত্র / এ কিউ খোকনের ছবির মহরতে অতিথি ডিপজল

এ কিউ খোকনের ছবির মহরতে অতিথি ডিপজল

বিনোদন ডেস্ক: ‘ভালোবাসি কতো বোঝাবো কেমনে’ চলচ্চিত্রটি গত ১২ তারিখ থেকে শুরু হয়েছে। এই ছবির মহরতে অতিথি হিসেবে থাকবেন মনোয়ার হোসেন ডিপজল। ছবিটি পরিচালনা করছেন এ কিউ খোকন। সাভারে অবস্থিত ডিপজলের নিজস্ব অমি বনি স্টুডিওতে ছবির শুটিং শুরু হবে। ছবিটি প্রযোজনা করছে গোল্ডেন ফিল্মস। ছবিতে জয় চৌধুরী, রোমানা নীড় ছাড়াও অভিনয় করছেন শিমুল খান, টাইগার রবি, সাদেক বাচ্চু, সাংকো পাঞ্জা, খালেদা আখতার কল্পনা, রেবেকা, আনোয়ার সিরাজী, আমির সিরাজী প্রমুখ।

পরিচালক খোকন বলেন, ‘আমরা ১২ তারিখ থেকে ছবির শুটিং শুরু করেছি। টানা ২৪ তারিখ পর্যন্ত শুটিং করব। আগামীকাল বিকেল ৫টায় সবাইকে নিয়ে ছবির মহরত করব। এই ছবি নির্মাণ করছি গোল্ডেন ফিল্মসের প্রযোজনায়, বিকেলের মহরতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান কে এম মনিরুজ্জামান সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি হিসেবে থাকবেন কুয়েতের রাষ্ট্রদূত আদিল হাসান, বিশেষ অতিথি হিসেবে থাকবেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।’

ছবির গল্প নিয়ে খোকন বলেন, “ছবির নাম দিয়েছি ‘ভালোবাসি কতো বোঝাবো কেমনে’। নাম শুনেই বোঝা যায় এটি প্রেমের ছবি। তবে শুধু প্রেম নয়, আসলে রোমান্টিক অ্যাকশন গল্প নিয়ে ছবিটি নির্মাণ করছি। তাছাড়া প্রেমের কথা যদি বলি, আমার মনে হয় একটি নির্দিষ্ট বয়সে সবাই প্রেমে পড়েন, আবার সবার প্রেমের গল্পই আলাদা। গৎবাঁধা কোনো গল্প নিয়ে ছবিটি নির্মাণ করছি না। আমার এই ছবিতেও আমি এমন নতুন একটি প্রেমের গল্প উপস্থাপন করব। প্রেমের গল্পেও ভেরিয়েশন থাকতে পারে। আমি সেটিই করে দেখাব, সাথে উঠে আসবে সমাজ ও জীবনের গল্প।’

 

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: