Home / বিনোদন / বলিউড / এমির রেড কার্পেটে শুভ্রতা ছড়ালেন প্রিয়াঙ্কা

এমির রেড কার্পেটে শুভ্রতা ছড়ালেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক: অস্কার অথবা মেট গালার রেড কার্পেট, যেখানেই যান নিজের ছাপ রেখে আসেন। তাঁর লুক, পোশাক সবেতেই থাকে নতুনত্বের ছোঁয়া। এবার প্রিয়াঙ্কাকে দেখা গেল লস অ্যাঞ্জেলসের ৬৯তম এম্মি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। লাল গালিচায় সাদা পোশাকে নজর কাড়লেন তিনি। পোশাকের সঙ্গে ছিল মানানসই সাদা কানের।

এই নিয়ে দ্বিতীয়বার এমির অ্যাওয়ার্ডে যোগ দিলেন প্রিয়াঙ্কা। গতবার লাল গালিচায় টকটকে লাল স্কারলেট গাউনে দেখা গেছিল তাঁকে। প্রশংসা কুড়িয়েছিলেন খুব। এবার প্রিয়াঙ্কার সঙ্গে মঞ্চে দেখা গেছে নিকোল কিডম্যান, অ্যাডাম স্কট, জানে ফোনডা, লিলি টমলিন ও ডোলি পারটনের মতো বিখ্যাত টেলিভিশন তারকাদের। মঞ্চ থেকে পুরস্কার বিতরণও করেন অভিনেত্রী।

কোয়ান্টিকোর মতো ধারাবাহিকে দারুণ সাফল্য পেয়েছেন প্রিয়াঙ্কা।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: