Home / বিনোদন / বলিউড / এবার ১০০ কোটির ক্লাবে বরুণের ‘জুড়ুয়া ২’

এবার ১০০ কোটির ক্লাবে বরুণের ‘জুড়ুয়া ২’

বিনোদন ডেস্ক: সালমান খান অভিনীত ‘জুড়ুয়া’ সিনেমার মুক্তির ২০ বছর পরে বক্স-অফিসে মুক্তি পেয়েছে সেটির সিক্যুয়েল ‘জুড়ুয়া ২’। আর মুক্তির দ্বিতীয় সপ্তাহের শুরুতেই ১০০ কোটির ক্লাব ঢুকে গেছে বরুণ ধাওয়ান অভিনীত সিনেমাটি। দর্শকরা ভূয়সী প্রশংসা করেছেন বরুণের অভিনয়ের।

সিনেমায় বরুণের সঙ্গে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী তপসী পান্নু এবং জ্যাকলিন ফার্নান্ডেজ। এছাড়াও অতিথি অভিনেতা হিসেবে রয়েছেন সালমান খানও। তবে এর মধ্যেই নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন বরুণ। সিনেমা প্রতি অন্তত ২৫ কোটি টাকা চেয়েছেন তিনি।

চলতি বছরের শুরুতেই বক্স অফিস কাঁপিয়েছিল বরুন ধাওয়ানের আর একটি সিনেমা ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’। ১০০ কোটির ব্যবসা করেছিল সেটিও। তার আগে বলিউডে সাড়া ফেলেছিল বরুণের ‘বদলাপুর’।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: