Home / বিনোদন / বলিউড / এবার ‘হাউজফুল ৪’, থাকবেন পরিণীতি, দিশা ও কিয়ারা

এবার ‘হাউজফুল ৪’, থাকবেন পরিণীতি, দিশা ও কিয়ারা

বিনোদন ডেস্ক : ২০১৬ সালে ‘হাউজফুল ৩’ সর্বশেষ মুক্তি পায়।

কমেডি-নির্ভর এই সিনেমা সিরিজ দর্শক হৃদয়ে ভালো লাগার রেশ রয়েই গেছে।

তাদের আগ্রহ ও চাহিদার কথা বিবেচনা করে এবার আসছে ‘হাউজফুল ৪’।

এতে প্রধান তিনটি নারী চরিত্রে অভিনয় করবেন পরিণীতি চোপড়া, দিশা পাটানি ও কায়ারা আদভানি।

পরিণীতির বিপরীতে দেখা যাবে অক্ষয় কুমারকে।

‘হাউজফুল ৩’-এর মতো সাজিদ ফরহাদের লেখায় ছবিটি পরিচালনা করবেন সাজিদ খান।

২০১৯ সালে ‘হাউজফুল ৪’ মুক্তি দেওয়ার কথা রয়েছে।

যথারীতি ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিওয়ালা।

কমেডি সিরিজ সিনেমা ‘হাউজফুল’ প্রথম মুক্তির পর তুমুল দর্শকপ্রিয়তা পাওয়ায় প্রযোজক বাধ্য হয়েই ছবিটির দ্বিতীয় সিক্যুয়াল করেন।

এরপর ‘হাউজফুল ৩’ বেশ আগ্রহ নিয়ে দেখেন দর্শকরা।

সে বিষয়টি মাথায় রেখেই এবার দর্শক-ভক্তদের মাতাতে আসছে ‘হাউজফুল ৪’।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: