Home / বিনোদন / বলিউড / এবার হলিউডে পাড়ি দিচ্ছেন ক্যাটরিনা!

এবার হলিউডে পাড়ি দিচ্ছেন ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের দেখানো পথে এবার পা বাড়তে চলেছেন ক্যাটরিনা কাইফও। অর্থাৎ বলিউডের পাশাপাশি হলিউডেও কেরিয়ার শুরু করতে চলেছেন ক্যাট। বলিউড ইন্ডাস্ট্রির অন্দরে ঘুরছে এই নতুন জল্পনা।

ইন্ডিয়া টাইমসের খবর অনুযায়ী, ক্যাটরিনা সম্প্রতি লস এঞ্জেলসে গিয়েছিলেন। ছুটি কাটানোই নায়িকার প্রধান উদ্দেশ্য বলে মনে করেছিলেন অনেকে। কিন্তু ছুটির পাশাপাশি ফক্স স্টুডিওর কর্তা ব্যক্তিদের সঙ্গে এক দফা মিটিংও সেরে ফেলেছেন নায়িকা। তবে এ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি তিনি।

শুধু প্রিয়াঙ্কা বা দীপিকা নন, আলি ফজল, নার্গিস ফকরির মতো বলি তারকারা ইতিমধ্যেই মার্কিন ছবিতে কাজ করেছেন। এবার হয়তো সেই তালিকায় যোগ হতে চলেছে ক্যাটরিনার নামও।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: