Home / বিনোদন / বলিউড / এবার শাহরুখকে নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা?

এবার শাহরুখকে নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা?

বিনোদন ডেস্ক: সাবেক বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া বলিউডে অভিষেকের পর পরই জনপ্রিয় হয়ে যান। কিন্তু, ডন টু ছবির সময় থেকে জল্পনা ছড়ায়, প্রিয়াঙ্কার সঙ্গে নাকি সম্পর্ক রয়েছে শাহরুখ খানের। এমনই গুঞ্জন যখন জোরালো হয় তখন থেকেই প্রিয়াঙ্কার সঙ্গে আর এক স্ক্রিনে দেখা যায়নি শাহরুখ খানকে। যা নিয়ে বলিউডে কম জল্পনা হয়নি। কিন্তু, এবার কিং খানকে নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা।

সম্প্রতি জর্ডনের একটি শরণার্থী শিবিরে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানকার শিশুদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান প্রিয়াঙ্কা। ওই স্মরণার্থী শিবিরে গিয়েই জানতে পারেন, সেখানকার শিশুরা নাকি বলিউড স্টারদের বেশ বড় ভক্ত। সেই তালিকায় রয়েছেন, ক্যাটরিনা কাইফ, শাহরুখ খান, অক্ষয় কুমার, সালমান খান এবং কারিনা কাপুর খান। শুধু তাই নয়, ক্যাটরিনা কাইফের ভক্ত বলে সেখানকার শিশুরা একটি ভিডিও রেকর্ড করে প্রিয়াঙ্কার সামনে। যা দেখে আপ্লুত হয়ে যান তিনি।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: