Home / বিনোদন / বলিউড / এবার মুখ খুললেন রিচা চাড্ডা

এবার মুখ খুললেন রিচা চাড্ডা

বিনোদন প্রতিনিধি:  বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা বলেছেন, কাজের খোঁজে বলিউডে আসা উঠতি বা কমবয়সীরা যে সব সময় যৌন হেনস্থার মুখোমুখি হন। তার খোলামেলা মন্তব্য, এ ধরনের কথা সকলের মুখে মুখেই ঘুরতে থাকে।
আমরা একে অপরকে সতর্কও করতে থাকি। ফলে আমরা জেনে যাই, কোন কোন মানুষদের এড়িয়ে চলতে হবে।

বোধহয়, নারীদের এ রকম ‘সুরক্ষাকবচ’ থাকে। তবে সেই সঙ্গে তিনি এ-ও মনে করেন, এ বিষয়ে সরব না হলে তা চলতেই থাকবে। রিচার মতে, এদের মুখ চিনিয়ে না দিলে এমন ঘটনা ঘটাতেই থাকবেন তাঁরা।

বছরের পর বছর ধরে হার্ভি ওয়াইনস্টেইনের একাধিক যৌন নির্যাতন বা ধর্ষণের অভিযোগে যখন সরব হলিউড, তখন বলিউডেও তার রেশ ছড়িয়ে পড়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই যে বহু প্রভাবশালী ব্যক্তির যৌন লালসার শিকার, তা নিয়ে গুঞ্জন-জল্পনা উঠতে শুরু করেছে। তবে তা শুধু গুঞ্জনেই থেমে থাকেনি। প্রিয়াংকা চোপড়ার পর তা নিয়ে মুখ খুললেন ‘ফুকরে’ বা ‘মসানֹ’-এর অভিনেত্রী রিচা চাড্ডা।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: