Home / বিনোদন / চলচ্চিত্র / এবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শাকিব-শুভশ্রী’র নবাব

এবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শাকিব-শুভশ্রী’র নবাব

বিনোদন ডেস্ক: বাংলাদেশ ও ভারতের পর এবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে শাকিব খান ও শুভশ্রী অভিনীত চলচ্চিত্র ‘নবাব’। ৬ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতের ভক্স দেইরা সিটি সেন্টার দুবাই ও ভক্স মেরিনা মল আবুধাবি এবং ওমানের রুই সিটি সিনেমা মাস্কাট, সোহার সিটি সিনেমা সোহার ও সুর সিটি সিনেমা সুরসহ মোট ৫টি সিনেপ্লেক্সে ছবিটি প্রদর্শিত হবে।

এরই মধ্যে সিনেপ্লেক্সগুলোর ওয়েবসাইটে এসেছে ‘নবাব’ এর নাম। এবারই প্রথম আরবের দেশগুলোয় মুক্তি পাচ্ছে শাকিবের ছবি। এ খবরে দারুণ আনন্দিত শাকিব খান। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে আমাদের চলচ্চিত্রের বাজার তৈরি করতে হচ্ছে- এটা আনন্দের বিষয়। আশা করছি মধ্যপ্রাচ্যের পর অন্যান্য দেশেও এ দেশের চলচ্চিত্র স্থান পাবে।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: