Home / বিনোদন / বলিউড / এবার ‘বামন’ চরিত্রে শাহরুখ খান

এবার ‘বামন’ চরিত্রে শাহরুখ খান

বিনোদন ডেস্ক: ভক্তদের সবচেয়ে বড় উপহারটি দিলেন শাহরুখ খান নতুন বছরের শুরুতেই। অনেক ‘ঢাক ঢাক গুড় গুড়’-এর পর নতুন বছরে নিজের আসন্ন ছবির নাম প্রকাশ করলেন তিনি।

জিনিউজের খবরে জানা যায়, শাহরুখের আসন্ন ছবির নাম ‘জিরো’। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আসন্ন ছবির একটি টিজারও মুক্তি পেয়েছে গতকাল সোমবার। ছবিটি প্রযোজক গৌরী খান।

ছবিটির টিজার লিংক টুইটারে শেয়ার করে শাহরুখ খান লিখেন, “ভক্তদের দেওয়া প্রতিশ্রুতি রাখলাম। আনন্দ এল রায়ের পরিচালনায় আমার আসন্ন ছবির নাম ‘জিরো’।”

‘জিরো’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন শাহরুখ। দ্বৈত চরিত্রের একটিতে বামন হিসেবে অভিনয় করবেন তিনি। যার একঝলক দেখা গেছে প্রকাশিত টিজারে। ছবির কাহিনীও আবর্তিত হবে বামন শাহরুখকে নিয়েই।

বড়দিন সামনে রেখে চলতি বছরের ২১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করবেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। ছবিটিতে একজন অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। অন্যদিকে, মানসিকভাবে প্রতিবন্ধী নারীর চরিত্রে দেখা যাবে আনুশকাকে।

এ নিয়ে চতুর্থবারের মতো একসঙ্গে চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন শাহরুখ-আনুশকা। এর আগে ‘রব নে বানাদি জোড়ি’ (২০০৮), ‘যাব তাক হ্যায় জান’ (২০১২), ‘যাব হ্যারি মেট সেজাল’ (২০১৭)-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন এই তারকা জুটি।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: