Home / বিনোদন / অনুষ্ঠান / এবার ফেরদৌসের সাথে সামান্তা শিমু

এবার ফেরদৌসের সাথে সামান্তা শিমু

বিনোদন ডেস্ক: চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে ফ্যাশন হাউজ সানমুন টেইলার্সের বিজ্ঞাপনে জুটি বেঁধেছেন মডেল অভিনেত্রী সামান্তা শিমু। বিজ্ঞাপনটি বর্তমানে কক্সবাজারে এর নির্মাণ চলছে।

এ বিষয়ে শিমু বলেন, ফেরদৌস ভাইয়ের সাথে কাজ করছি এটা একটা দারুণ অভিজ্ঞতা। ‘টিভিসি’র সাথে বিলবোর্ডেরও শুট করছি। দারুণ কিছু লোকেশনে চিত্রায়ন করা হয়েছে। আমার বিশ্বাস কাজটি আমার ক্যারিয়ারকে সামনে নিয়ে যেতে সহায়ক হবে।

বিজ্ঞাপনটি নির্মাণ করছেন নির্মাতা আদিত্য অঞ্জন। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগির বিজ্ঞাপনটি বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইনে প্রচারে আসবে।

ফেরদৌস অভিনীত ‘মেঘকন্যা’ ছবিটি এই বছর মুক্তির সম্ভাবনা রয়েছে। এছাড়া তিনি অভিনয় করছেন পবিত্র ভালোবাসা, পোস্ট মাস্তার ৭১, ইয়াতির অভিযান ছবিগুলোর রয়েছে মুক্তির মিছিলে।

ফেরদৌসের আরো নিউজ পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন……

শাবানা-ববিতার ভিউকার্ড সংগ্রহ করতেন ফেরদৌস

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: