Home / বিনোদন / এবার পুরনো প্রেমে ফিরেছে সিয়াম ও তানজিন তিশা! (ভিডিও)

এবার পুরনো প্রেমে ফিরেছে সিয়াম ও তানজিন তিশা! (ভিডিও)

বিনোদন ডেস্ক: তানজিন তিশার প্রেম মানেই আলোচনা। এবার সেই প্রেমের কারনেই আলোচনায় এসেছেন। তবে তা আশির দশকের পুরনো প্রেমের ঝলক নিয়ে সিয়ামের সাথে হাজির হলেন তানজিন তিশা। সেই প্রেমের ঝলকটা শুধুই একটি গানের মিউজিক ভিডিও’র।

চন্দন সিনহা ও সিঁথি সাহার ‘আঙুল ছুঁয়েছে তোমার আঙুল’ গানে আশির দশকের লুকে দেখা যাবে এই জুগলকে। কবির বকুলের লেখা গানটিতে সুর দিয়েছেন সিঁথি সাহা নিজেই। সঙ্গীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জী ও সৌমাল্য। গানের ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। গানটির মডেল হয়েছেন সিয়াম আহমেদ ও তানজিন তিশা।

গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে গতকাল রবিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেয়েছে গানটির ভিডিও। এ উপলক্ষে রাজধানীর একটি রেস্টুরেন্টে ভিডিওটির প্রকাশনা অনুষ্ঠান হয়। এ সময় উপস্থিত ছিলেন চন্দন সিনহা ও সিঁথি সাহা, কবির বকুল, তানজিন তিশা, তানিম রহমান অংশু ও গানচিল মিউজিকের কর্ণধার আসিফ ইকবাল।

গানের ভিডিও প্রকাশনা অনুষ্ঠানে শিল্পীদের শুভকামনা জানাতে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী তপন চৌধুরী, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, জ ই মামুন, মুন্নী সাহা, প্রভাষ আমিন ও উপস্থাপক আনজাম মাসুদ।

চন্দন সিনহা বলেন, গানের কথা ও সুরে ভিন্নতা আছে। অনেক যত্ন নিয়ে গেয়েছি। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে।

ভিডিওটি…..

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: