Home / খেলাধুলা / এবার নারী সাংবাদিককে ‘আন্টি’ ডেকে বসলেন ইনজামামের ভাতিজা!

এবার নারী সাংবাদিককে ‘আন্টি’ ডেকে বসলেন ইনজামামের ভাতিজা!

স্পোর্টস ডেস্ক:   বেচারা ইমাম-উল-হক! অভিষেকে সেঞ্চুরি করে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়ার পর এখন খ্যাতির বিড়ম্বনা সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। শ্রীলঙ্কার বিপক্ষ ওই সেঞ্চুরির পর এক সাক্ষাতকারে বলেছিলেন, কমপক্ষে ৪০০ মেয়ের ফোন তাকে রিসিভ করতে হয়েছে! এত ফোনের যন্ত্রণায় বেচারা ইমামের মাথাটা মনে হয়ে গেছে! না হলে তরুণী নারী সাংবাদিককে কেউ ‘আন্টি’ ডাকে?

পাকিস্তান টেলিভিশনের ওই নারী সাংবাদিকের নাম ফজিলা সাবা।

আবুধাবিতে ১৮ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেকে ইমাম সেঞ্চুরি হাঁকানোর পর টুইটারে ফজিলা টুইট করে অভিনন্দন জানান ইমামকে। টুইটারে তিনি লিখেন, ‘অভিষেকেই সেঞ্চুরি! কী দুর্দান্ত অভিষেক ইমাম-উল-হক তোমার। ‘

সেই টুইটের জবাবে ইমাম লিখেন, ‘ধন্যবাদ ফজিলা আন্টি’!

ইমামের এই জবাব দেখে অন্যান্য টুইটার ব্যবহারকারীদের মত প্রথমে বাকরুদ্ধ এবং পরে হাসিতে ফেটে পড়েন ফজিলা। তিনিও পাল্টা মজা করে টুইট করেন, ‘আমাদের প্রিয় ইমাম, নিঃসন্দেহে তুমিই এই সিরিজের সেরা বীর। তোমার আন্টির পক্ষ থেকে অভিনন্দন!’

ফজিলা এবং ইমামের এই টুইট বিনিময়ে বেশ মজা নিচ্ছেন টুইটার ব্যবহারকারীরা। অনেকে বলছেন, ভবিষ্যতে চাচার যোগ্য উত্তরসূরী হতে হলে স্টারডমকে খুব সতর্কতার সাথে সামলানো উচিত ইমামের। এই ঘটনার পর অবশ্য একটি এফএম রেডিওর শো তে ফজিলার সঙ্গে অংশ নিয়েছিলেন ইমাম। সেই শো ছিল আরজে হিসেবে ফজিলার প্রথম শো!

Check Also

গার্দিওয়ালার অধীনে আবারও যাবেন মেসি?

নিউজ ডেস্ক  : নির্ঘুম রাত কাটছে মেসি ভক্তদের। ক্লাবের সবচেয়ে বড় তারকা যে আনুষ্ঠানিক জানিয়ে …

%d bloggers like this: