Home / বিনোদন / বলিউড / এবার নতুন রূপে সানি লিওন

এবার নতুন রূপে সানি লিওন

বিনোদন ডেস্ক: ম্যাজিক মানেই সানি লিওন। যেন ফেরোমেন ছড়িয়ে দেন। তাঁর টানে জড়ো হয় অসংখ্য মানুষ। সেই সানি লিওনই এবার সম্পূর্ণ অন্য রূপে।

দিনকয়েক আগে কোচিতে নেমেছিলেন তিনি। জনস্রোত কাকে বলে দেখেছিল কোচি। সেই কেরলকেই বেছে নিলেন সানি লিওন। ফুটবলের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। কেরল কোবারাসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সানি। ১৫ সেপ্টম্বর থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার ফুটবল। এবার নিয়ে দ্বিতীয় সংস্করণ।

শুধু কেরল কোবরাসের ব্র্যান্ড অ্যাম্বাসাডরই নন, ফুটবলের প্রচার ও প্রসারের কাজও করবেন এই জনপ্রিয় নায়িকা। কেরলে জনপ্রিয় ফুটবল। কেরল থেকে জন্ম নিয়েছেন ভিপি সত্যেন, আইএম বিজয়ন, জো পল আনচেরির মতো তারকা। কেরল কোবরাসের সঙ্গে যুক্ত হতে পেরে খুশি সানিও।টুর্নামেন্টকে জনপ্রিয় করার আশ্বাস দিয়েছেন তিনি। এবার এর সঙ্গে জুড়লেন সানি লিওন। ফলে জনপ্রিয়তা যে আরো বাড়বে, এর মধ্যে কোনো সংশয়ই নেই। সূত্র: ইন্টারনেট

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: