Home / বিনোদন / বলিউড / এবার নতুন ব্যবসায় নামছেন সানি

এবার নতুন ব্যবসায় নামছেন সানি

বিনোদন ডেস্ক : পর্ন তারকা সানি  তাঁর অতীতকে ভুলতে চাইছেন? অতীতকে ভুলে থাকতে নিত্য নতুন ব্যবসায় নামছেন তিনি। এবার সেই ব্যবসাকে আরো বাড়াতে চলেছেন সানি লিওন।

ইতিমধ্যেই তাঁর প্রসাধনী এবং পোশাকের অন লাইন ব্যবসা রীতিমতো সফল হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে মোবাইল ফোনের ব্যবসা৷ পাশাপাশি বলিউডি সিনেমায় অভিনয় রমরমা চলছেই।

একটি সূত্রে জানা গেছে, সানি এবং তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার আগামী বছর মোবাইল ফোনের ব্যবসা নামতে চলেছেন ৷

বেশ বড়সড় আকারে তাঁরা এই নতুন ব্যবসায় নামতে চলেছেন৷ ইতিমধ্যেই তারা চীনের একটি সংস্থার সঙ্গে প্রাথমিক কথাবার্তাও সেরে ফেলেছেন৷ সেই চীনা কম্পানিতেই সানির মোবাইল তৈরি হবে।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: