Home / বিনোদন / বলিউড / এবার দেশের গণ্ডি পেরিয়ে হিন্দি ছবিতে মম

এবার দেশের গণ্ডি পেরিয়ে হিন্দি ছবিতে মম

বিনোদন ডেস্ক: অভিনেত্রী ও মডেল জাকিয়া বারী মম। বাংলা নাটক সিনেমায় অভিনয়ের গুণে ইতিমধ্যে দর্শক, সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। এবার দেশের গণ্ডি পেরিয়ে বলিউডের হিন্দি ছবিতে দেখা যাবে তাকে। একটি হিন্দি ছবিতে অভিনয়ের জন্য গত ৯ সেপ্টেম্বর ভারতের মুম্বাইয়ে গিয়ে চুক্তিবদ্ধ হয়েছেন এই গ্ল্যামার গার্ল। চুক্তির পরদিনই মমর সঙ্গে তোলা একটি ছবিসহ ফেসবুকে পোস্ট করেছেন সিনেমাটির পরিচালক ফয়সাল সাইফ। এতে তিনি লিখেন, নতুন সিনেমা, নতুন পথ চলা। এ বছরের ডিসেম্বরে শুটিং শুরু হবে।

হিন্দি ছবিতে অভিনয়ের বিষয়ে মম বলেন, ফয়সাল সাইফের সিনেমাটিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে আমার যাত্রা শুরু হচ্ছে। অভিনয়ের মাধ্যমে দেশে যেভাবে দর্শকদের মন জয় করেছি, আশা করি বলিউডেও ভালো কিছু করতে পারবো। মম আরও বলেন, ছবির নাম ও সহশিল্পীদের নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে শুটিংয়ের আগে তাদের নাম ও ছবির নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পরিচালক।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: