Home / বিনোদন / চলচ্চিত্র / এবার ছবিতে নায়ক হচ্ছে প্রযোজক আব্দুল আজিজ

এবার ছবিতে নায়ক হচ্ছে প্রযোজক আব্দুল আজিজ

হাসান তাসাউফ:  প্রযোজক আব্দুল আজিজ এবার সিনেমায় নামছেন হিরো হয়ে। মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে এ কথা নিজেই জানান জাজকর্তা। অনেকদিন থেকেই সিনেমায় হিরী হয়ে নামার কথা ভাবছিলেন। সময় করে উঠতে পারছিলেন না। এবার সময় হলো- এমনটাই জানালেন তিনি।

ছবির  নাম ‘আঁধার থেকে আঁধারে’। দুই নায়ক রয়েছে গল্পে। আরেকজন নায়ক হতে পারেন ‘পোড়ামন টু’র সিয়াম আহমেদ। অতিথি চরিত্রে থাকতে সম্মতি জানিয়েছেন শাকিব খান ও জিৎ।

তিনি জানান, ‘আঁধার থেকে আঁধারে’র গল্পে একজন নায়িকার জার্নি দেখা যাবে। এর জন্য কম বয়সী নায়িকা লাগবে। নতুন বছরের শুরুর দিকে শুটিং শুরু হবে।

এক সাংবাদিক  প্রশ্ন করেন, ছবিটিতে মাহি থাকছে কি-না।, এ বিষয়ে এখনো কিছুই ঠিক হয়নি।তবে মাহি রাজি হলে হতেও পারে। কিন্তু মাহিও চেয়েছিল ‘আঁধার থেকে আঁধারে’র নায়ক হোক আজিজ ভাই ।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: