Home / বিনোদন / বলিউড / এবার কাশ্মিরি চরিত্রে আলিয়া ভাট

এবার কাশ্মিরি চরিত্রে আলিয়া ভাট

বিনোদন ডেস্ক: এবার প্রথমবারের মতো এক কাশ্মিরি তরুণীর চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। হরিন্দর সিক্কার গল্প ‘কলিং সেহমত’ অবলম্বনে তৈরি হচ্ছে মেঘনা গুলজারের সিনেমা ‘রাজি’।

‘রাজি’-তে কাশ্মিরি তরুণীর ভূমিকায় আলিয়াকে কেমন দেখতে লাগবে, তা নিয়ে বেশ উৎসাহ রয়েছে আলিয়ার ভক্তদের মধ্যেও। ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন তার সেই ‘রাজি’ লুক। ক্যাপশনে লিখেছেন, ‘সিক্স মানথ টু রাজি’। শুধু তাই নয়, আলিয়ার ‘রাজি’র ফার্স্ট লুক শেয়ার করেছেন ছবির সহ প্রযোজক করণ জোহর ও অভিনেতা ভিকি কুশলও।

আলিয়া তার এই ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি এই ছবি নিয়ে গণমাধ্যমে আরও বলেছেন, ‘চলচ্চিত্রে নতুনত্ব আমি সবসময় পছন্দ করি। ‘রাজি’ তেমনই একটি ছবি। বাকিটা শুটিং শুরু হলে বলতে পারব।’

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: