Home / বিনোদন / চলচ্চিত্র / এবার কলকাতার ছবিতে অভিনয় করবেন জাহিদ হাসান

এবার কলকাতার ছবিতে অভিনয় করবেন জাহিদ হাসান

বিনোদন ডেস্ক : জাহিদ হাসান জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন। সবশেষ তিনি অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ ছবিতে অভিনয় করেছেন তিনি। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে হালদা।

 নতুন খবর দিলেন জাহিদ হাসান। এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন কলকাতার ছবিতে। ছবির নাম ‘সিতারা’। পরিচালনা করবেন আশীষ রায়।
পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক আবুল বাশারের ‘ভোরের প্রসূতি’ উপন্যাস অবলম্বনে এর চিত্রনাট্য তৈরি হয়েছে। বাংলা ও তেলেগু ভাষায় নির্মিত হবে ছবিটি।
জাহিদ হাসান বলেন, সবকিছু মোটামুটি চূড়ান্ত, চুক্তি হয়ে গেছে। ছবিটিতে আমি দিলু নামের চরিত্রে অভিনয় করব। দিনাজপুরের সীমান্তবর্তী এলাকার ভারত অংশে ‘সিতারা’ ছবির শুটিং হবে। আগামী জানুয়ারিতে শুটিং শুরু হবে, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: